Tuesday, 9 August 2016

রিও-য় ফের ইন্দ্রপতন টেনিসে, প্রথম রাউন্ডেই আউট জোকার ,নাদাল জিতেছেন




অলিম্পিকসে ফের ইন্দ্রপতন টেনিসে। প্রথম রাউন্ডেই উইলিয়ামস বোনেদের হারের পর এবার প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন বিশ্ব Ranking-এ শীর্ষে থাকা খেলোয়াড় নোভাক জকোভিচ। তবে, আট বছর পর অলিম্পিকসের প্রথম ম্যাচে বিপক্ষকে উড়িয়ে দিয়ে রিও-র যাত্রা শুরু করেছেন রাফায়েল নাদাল।


অলিম্পিকসে প্রথম রাউন্ড থেকেই হতাশ হয়ে ফিরতে হয়েছে লিয়েন্ডার পেজ ও সানিয়া মির্জার মতো ভারতীয় তারকারা। প্রথম রাউন্ডেই সবাইকে অবাক করে রিও থেকে ছিটকে যান সেরেনা ও ভেনাস উইলিয়ামস। আর এবার পালা বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের। আর্জেন্তিনার জুয়ান মার্তিন দেল পোত্রোর সামনে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না সার্বিয়ার এই তারকা। অলিম্পিকস টেনিস সেন্টারে তাঁকে হার মানতে হয় ৭-৬(৪), ৭-৬(২) সেটে।

তবে, রবিবার আট বছর পর প্রথম অলিম্পিকস ম্যাচে নেমে পুরনো ছন্দে ধরা দিলেন রাফায়েল নাদাল। আর্জন্তিনার ফেডেরিকো দেলবোনিসকে ৬-২, ৬-১ সেটে উড়িয়ে দেন রাফা।

No comments:

Post a Comment