Wednesday, 10 August 2016

আর্জেন্তিনাকে হারিয়ে শেষ আটের দোরগোড়ায় শ্রীজেশরা





 চতুর্থ কোয়ার্টারে প্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনার বিস্তর ঝড়ঝাপটা সামলে ওলিম্পিক হকির কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল করল ভারত। ২-১ গোলে আর্জেন্তিনাকে হারাল ভারতীয় হকি দল। প্রথম দুটি কোয়ার্টারে দাপটে খেলেছেন রঘুনাথ, হারমানপ্রীত, মনপ্রীত, আকাশদীপরা। ২-০ গোলে ভারত বিরতির আগে লিড নেয়। এটি পুল-বি’তে ভারতের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে ভারত ৩-২ গোলে হারায় আয়ারল্যান্ডকে হারিয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচে গত সোমবার তিন সেকেন্ড আগে গোল হজম করে জার্মানির বিরুদ্ধে ১-২ ব্যবধানে হেরেছিল ভারত। এদিনও দেখা গেল চতুর্থ কোয়ার্টারে গোল শোধের জন্য মরিয়া হয়ে ভারতীয় রক্ষণ কাঁপিয়ে দেয় আর্জেন্তিনার খেলোয়াড়রা। পরপর চারটি পেনাল্টি কর্নার আদায় করে তারা। এরমধ্যে চারটি হিট বাঁচিয়ে দেন ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ।
অথচ প্রথম তিনটি কোয়ার্টারে ভারতের প্রাধান্য ছিল প্রশ্নাতীত। এই পর্বে ভারত ২-০ গোলে এগিয়ে যায়। কিন্তু চতুর্থ কোয়ার্টারে অলআউট আক্রমণে ঝাঁপায় আর্জেন্তিনা। ৪৯ মিনিটে ড্র্যাগ ফ্লিকার গঞ্জালো পেইলাট পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করার পর রক্তের স্বাদ পাওয়া বাঘের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে আর্জেন্তিনা। এই পর্বে শ্রীজেশ গোলের নীচে রুখে না দাঁড়ালে ভারত জিততে পারত না।
প্রথম তিনটি কোয়ার্টারে ভারত অনেক ভালো হকি খেলেছে। চিংলেনসানা সিং ৮ মিনিটে গোল করে এগিয়ে দেন ভারতকে। এরপর ৩৫ন মিনিটে মণিপুরি খেলোয়াড় কোথাজিৎ সিং ভারতকে আর একটি ফিল্ড গোল এনে দেন। এটাই তিনটি ম্যাচে ভারতের প্রথম ফিল্ড গোল। বেশ কয়েকটি উপভোগ্য আক্রমণ আকাশদীপ, রমনদীপরা শানিয়েছেন। সাত মিনিটে এস ভি সুনীল ইনসাইড কাট করে আর্জেন্তিনা সার্কেলে ঢুকে পড়েন। এরপর তাঁর পাস থেকে আকাশদীপের পুশ বাঁচিয়ে দেন আর্জেন্তিনার গোলরক্ষক। রুপিন্দর পালের প্রথম পেনাল্টি কর্নারে জোরালো হিট বাঁচিয়ে দেন গোলরক্ষক ভিভালদি। ভারত এরপরেও আক্রমণের চাপ বজায় রাখে। শেষ কোয়ার্টারে ভারতীয় দুর্গের হাল হয় খুবই নড়বড়ে। কিন্তু শেষ পাঁচ মিনিটে ভারত বল হোল্ড করে পজেশন বজায় রাখে আর্জেন্তিনাকে আর আক্রমণে উঠতে দেয়নি। ভারত এই মুহূর্তে পুল বি’তে প্রথম তিনটি দলের মধ্যে রয়েছে। এই গ্রুপ থেকে প্রথম চারটি দল কোয়ার্টার ফাইনালে যাবে। তাই ভারতের শেষ আটে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। ভারতের পরের ম্যাচ কানাডার বিরুদ্ধে।

No comments:

Post a Comment