..... রিও গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের দ্বিতীয় দিনে কোটি কোটি ভারতবাসীকে গর্বিত করলেন ললিতা বাবর। তিনি নতুন জাতীয় রেকর্ড গড়ে তিন হাজার মিটার স্টিপলচেজের ফাইনালে উঠলেন। ৩২ বছর বাদে কোনও ভারতীয় অ্যাথলিট ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ফাইনালে উঠলেন। তাঁর নতুন জাতীয় রেকর্ড ৯মিনিট ১৯.৭৬ সেকেন্ড। আগামী সোমবার ফাইনালে নামবেন ললিতা। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস ওলিম্পিকসে শেষবার কোনও ভারতীয় অ্যাথলিটরূপে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ফাইনালে উঠেছিলেন পি টি ঊষা। সেবার তিনি সেকেন্ডের ভগ্নাংশে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে সোনা হাতছাড়া করেছিলেন।
উল্লেখ্য, দু’নম্বর হিটে এদিন প্রথম ল্যাপ থেকেই ললিতা প্রথম তিনজনের মধ্যে ছিলেন। কিন্তু পেস সেটারের ভূমিকা তিনি নেননি। তাঁর লক্ষ্য ছিল পুরোভাগে থাকা। দ্বিতীয় হিটে চতুর্থ হন ললিতা। তিনি ফাইনালে যান চতুর্থ স্থানাধিকারীর মধ্যে অন্যতম সেরা টাইমিং করেন। তিনটি হিটের প্রথম তিন স্থানাধিকারী সরাসরি ফাইনালে চলে যান।
উল্লেখ্য, এশিয়ান গেমসে দু’বছর আগে স্টিপলচেজে ব্রোঞ্জ জেতেন ললিতা। এদিন হিটে তাঁর টাইমিং সপ্তম সেরা। কিন্তু সুধা সিং অন্য হিটে খুব বাজে পারফর্ম করেন। তাঁর টাইমিং ৯মিনিট ৪৩.২৯ সেকেন্ড। ললিতা এদিন ভেঙেছেন সুধার জাতীয় রেকর্ড।
মেয়েদের ৪০০ মিটারে নির্মলা সেওরান খুব বাজে দৌড়ছেন। তিনি প্রথম হিটে ৪০০ মিটার দৌড়ন ৫৩.০৩ সেকেন্ডে। অথচ গত ১১ জুলাই বেঙ্গালুরুতে তাঁর টাইমিং ছিল ৫২.৪৬ সেকেন্ড।
মেয়েদের হকিতে ভারতীয় দল ০-৫ গোলে হেরে যায় আর্জেন্তিনার কাছে। এই নিয়ে টানা চারটি ম্যাচে হেরে বিদায় নিল ভারতের মেয়েরা।
শ্যুটার গুরপ্রীত সিং ২৫ মিটার র্যা পিড ফায়ার পিস্তলের ফাইনালে যেতে ব্যর্থ হয়েছেন। বাছাই পর্বে তিনি সপ্তম স্থান পান ৫৮১ পয়েন্ট সংগ্রহ করে।
No comments:
Post a Comment