Sunday, 14 August 2016

ভূটানের বিরুদ্ধে সহজ জয় ভারতের




........ প্রস্তুতি ম্যাচে ভূটানের মাটিতে (থিম্পু) ভূটানকে ৩-০ গোলে হারাল ভারত। এই মুহূর্তে ভারতের ফিফা র্যা ঙ্কিং ১৫২। ভূটানের ১৯২। এই জয়ে ভারতের র্যা ঙ্কিংয়ে কোনও প্রভাব পড়বে না। কারণ এটি ফিফা-স্বীকৃত প্রীতি ম্যাচ নয়। তবুও এ এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে খেলার আগে এই ম্যাচে কয়েকজন নতুন ফুটবলারকে দেখে নিলেন ভারতের কোচ স্টিভন কনস্টানটাইন।
শনিবার ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই ভারত প্রায় তিন গোল করে ফেলে। ৩ মিনিটে ম্যাচের প্রথম আক্রমণ থেকেই গোল। প্রণয় হালদারের নিচু ক্রস থেকে সুমিত পাসি মাথা ছুঁইয়ে গোল করেন। এদিন ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন স্ট্রাইকার জেজে লালপেখলুয়া। ১৮ মিনিটে ভূটান বক্সে আচমকা একটি পেয়ে যাওয়া বলে গোল করেন জেজে। রাইট উইং তাঁকে বল বাড়ান সুমিত পাসি। তার তিন মিনিট পরেই হোলিচরণ নার্জারির তৃতীয় গোল। ভূটান দু’বার ভারতের গোল মুখে বল পেয়েও অভিজ্ঞ গোলরক্ষক সুব্রত পালকে পরাস্ত করতে পারেনি। ৫৪মিনিটে ভূটানের গুরুং লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান। তারপরেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি ভারত। আগামী ৪ সেপ্টেম্বর মুম্বইয়ে পুয়ের্তো রিকোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবেন জেজেরা।

No comments:

Post a Comment