রিওতে ভারতীয় প্রতিযোগীদের সঙ্গে দেখা করলেন দেশের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। আজ তিনি নিজেই অলিম্পিক ভিলেজে গিয়ে ভারতের অ্যাথলিটদের সঙ্গে দেখা করেন।
সচিন জানিয়েছেন, “আমি তোমাদের জন্য ১০০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি এখানে কোনও বক্তৃতা দিতে আসিনি। আমি জানি ক্রীড়াজগতে তোমরা নিজেদের ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে বিরাজ করছ। আর এই জায়গাটা পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছ, সেটাও আমি জানি। আমি শুধু এটুকুই বলতে চাই, গোটা দেশ তোমাদের পাশে আছে। আসরা সবাই চাই তোমরা ভালো ফলাফল কর।”
তিনি আরও বলেছেন, “আমি খেলতে গিয়ে বুঝেছি, যে কোনও খেলার পিছনে পরিশ্রম কতটা জরুরি। আমরা চাই যে অলিম্পিকের মঞ্চে তোমরা নিজেদের সেরাটা উজাড় করে দাও। প্রতিটা সময়েই নিজেদের আরও উন্নত কর। আমার হার্দিক শুভেচ্ছা তোমাদের সঙ্গে থাকল।”
বিশ্বের দ্রুততম মানব জামাইকান স্প্রিন্ট কিং উসেন বোল্ট বরাবরই ক্রিকেটের ভক্ত। তিনি শচীনের খেলা খুব পছন্দ করতেন। এই প্রসঙ্গে শচীন বলেন, ‘আমি তাকিয়ে রয়েছি ট্র্যাকে বোল্টের বিদ্যুৎগতির দৌড় দেখার জন্য। গতকাল আই ও সি টমাস বাখের সঙ্গে প্রেসিডেন্টস ডিনারে আলাপ হয়েছিল। আমার সঙ্গে ছিলেন সদ্য আইওসি’র বিশেষ মনোনীত সদস্য নীতা আম্বানি এবং বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি।’
সম্প্রতি লন্ডনে অস্ত্রোপচার হয়েছে শচীনের হাঁটুতে। তাঁর বেশি হাঁটাচলা করা বারণ। ভারতে ফিরে গিয়ে তাঁকে আবার রি-হ্যাব করতে হবে তারপর তিনি সুস্থ হলে তবেই মাস্টার্স ক্রিকেটের দিনক্ষণ ঠিক হবে।
No comments:
Post a Comment