Saturday, 6 August 2016

৩১ তম অলিম্পিক - দক্ষিণ আমেরিকায় প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে রিও অলিম্পিক ২০১৬ - জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান

রং-আলোর দুরন্ত মেলবন্ধনেই রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান জমজমাট! 
 
 
....  ৩১ তম অলিম্পিক, দক্ষিণ আমেরিকায় প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে রিও অলিম্পিক ২০১৬। শুক্রবার মারাকানায় হয়ে গেলে তারই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। ব্রাজিলের বৈচিত্রময় সংস্কৃতিকে তুলে ধরে রং ও আলোর মেলবন্ধনেই সাজানো হয়েছিল এই উদ্বোধনী অনুষ্ঠানকে। এবারে অলিম্পিকের মশাল জ্বালানোর কথা ছিল কিংবদন্তী ফুটবল তারকা পেলের। কিন্তু অনুষ্ঠানের কিছুক্ষই আগেই পরিকল্পনা বদলাতে হল কর্তৃপক্ষকে। আচমকা অসুস্থ হয়ে পড়েন পেলে। যার ফলে তার পক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হয়নি। রং-আলোর দুরন্ত মেলবন্ধনেই রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান জমজমাট! মারাকানার এই উদ্বোধনী অনুষ্ঠান এক কথায় 'গ্র্যান্ড'। এক অদ্ভুৎ মায়াবী অভিজ্ঞতার সাক্ষী থাকল মারাকানা। ২০৬টি দেশ অংশ নিয়েছে এবারের অলিম্পিকে। তবে সবথেকে বেশি সমর্থন হয়তো রিফিউজি অলিম্পিক দলের জন্যই। মাঠে প্রবেশ করতেই স্টেডিয়াম হাততালি ও চিৎকারে জ্বলে ওঠে।  ভারতীয় অলিম্পিক দলের প্রতিনিধিত্বে ছিলেন একমাত্র সোনাজয়ী তিরন্দাজ অভিনব বিন্দ্রা। পুরুষ প্রতিযোগীদের পরনে গাঢ় নীল রংয়ের স্য়ুট। মেয়েদের হলুদ নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লেজার। এই প্রথমবার ভারত থেকে ১১৯ জন অ্যাথলেট অংশগ্রহণ করছেন অলিম্পিকে। এর আগে একসঙ্গে ভারতের এত প্রতিযোগী অলিম্পিকে যোগ দেওয়ার সুযোগ পাননি।















No comments:

Post a Comment