Monday, 8 August 2016

ইতিহাস গড়ে রিওর ফাইনালে দীপা




ইতিহাস সৃষ্টি করে ইন্ডিভিজুয়াল ভল্টে রিও অলিম্পিকসের ফাইনালে পৌঁছে গেলেন দীপা কর্মকার। তিনিই প্রথম ভারতীয় জিমন্যাস্ট, যিনি অলিম্পিকসের ফাইনালে গেলেন। অলিম্পিকসের ইতিহাসে মহিলা জিমন্যাস্ট হিসেবে প্রথম কোয়ালিফাই করা দীপার পদক জয় ছাড়া আর কিছু ভাবতে চাইছেন না ১২০ কোটি ভারতবাসী।


এটাই তাঁর ডেবিউ অলিম্পিকস। ত্রিপুরার এই মেয়েকে নিয়ে অনেক দিন থেকেই পদক জয়ের আশায় রয়েছে ভারত। রবিবার জীবনের সেরা ভল্ট দিয়েও রিও অলিম্পিকে ছিটকে যাওয়ার আশঙ্কায় ছিলেন দীপা কর্মকার৷ ভারতীয় সময় রাত একটায়, তাঁর সঙ্গে কথা বলে মনে হয়, তিনি খুব আশায় নেই৷ ৫৬ জন জিমন্যাস্টদের মধ্যে সামগ্রিক ভাবে ২৭ হয়েছেন তিনি৷ খুব খারাপ৷ তবে দুর্দান্ত করেছেন প্রিয় ইভেন্ট ভল্টে৷ ভিলেজে ফেরার সময় তিনি জানেন না, ভাগ্যে কী রয়েছে৷ ৮ জনের মধ্যে থাকার জন্য ৯৮ জন জিমন্যাস্ট লড়ছেন সব মিলিয়ে৷ বাকি ৪২ জনের মধ্যে ৩ জন ভল্টে দীপার চেয়ে ভালো করলেই সব আশা শেষ হয়ে যেত৷ তবে কোয়ালিফাইং রাউন্ডে অষ্টম স্থানে শেষ করেন দীপা।


ফল জানার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দীপাকে। ভিলেজ যাওয়ার আগে তিনি বলেন, 'কানাডা, মেক্সিকো আর কিউবাতে তিন জন ভালো জিমন্যাস্ট রয়েছে৷ তাদের ওপর সব নির্ভর করছে৷ এটা আমার প্রথম অলিম্পিক৷ অনেক বড় ব্যাপার৷ অনেক কিছু অভিজ্ঞতা হল৷ পরে কাজে লাগবে৷'

এরপর ফাইনালে ওঠার খবর পেয়ে উচ্ছসিত দীপা। এখন তিনি দেশের হয়ে পদক আনার লক্ষ্যে অবিচল। অমিতাভ বচ্চন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় - সবাই দীপাকে তাঁর সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। দীপার হাত ধরে রিও থেকে পদক জয়ের আশায় ১২০ কোটির ভারতবাসী।

No comments:

Post a Comment