Wednesday, 10 August 2016

নেপালি ও কিউবান তিরন্দাজকে অনায়াসে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে অতনু দাস




..... কলকাতার বরানগরের ছেলে অতনু দাস মঙ্গলবার ব্যক্তিগত রিকার্ভ তিরন্দাজির প্রি-কোয়ার্টার ফাইনালে উন্নীত হলেন। প্রথমে অতনু হারালেন নেপালের জিৎবাহাদুর মুকতানকে। ৬-০ গেমে নেপালি তিরন্দাজকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে অতনু মুখোমুখি হন কিউবার আদ্রিয়ান পেরেজের। এই রাউন্ডে জিতে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে শেষ ১৬ জনের মধ্যে জায়গা করে নিলেন অতনু। কিউবান তিরন্দাজ আদ্রিয়ান পেরেজকে ৬-৪ ব্যবধানে হারান অতনু। আগামী ১২ আগস্ট কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য খেলবেন বিশ্বের আটনম্বর কোরিয়ান তিরন্দাজ লি সিউন গিউনের বিরুদ্ধে। তিনি এই প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে রয়েছেন। নেপালের তিরন্দাজের বিরুদ্ধে প্রথম তিনটি গেমে অতনু জেতেন ২৯-২৬ ২৯-২৪ এবং ৩০-২৬ পয়েন্টে। এই দুটি গেমেই অতনু তিনটি তির ছুঁড়ে সংগ্রহ করেন ১০,১০ ও ৯ পয়েন্ট। এরপর তৃতীয় গেমেই ‘পারফেক্ট টেন’ করেন তিনটি তিরে। তিনি মোট সাতবার পারফেক্ট টেন করেন। মোট ৯০ পয়েন্টের মধ্যে ৮৮ পয়েন্ট সংগ্রহ করে অতনু অসাধারণ ধারাবাহিকতার পরিচয় দেন।
এরপর অতনু মুখোমুখি হন কিউবান তিরন্দাজের। প্রথম গেমে অতনু এগিয়ে যান ৯-৮ পয়েন্টে। কিন্তু দ্বিতীয় গেমে পেরেজ ১০-৯ পয়েন্টে জেতেন। এরপর অতনু পারফেক্ট টেন করে ১০-৮ পয়েন্টে এগিয়ে যান। শেষপর্যন্ত ২৮-২৫ পয়েন্টে কিউবান তিরন্দাজকে পরাস্ত করে অতনু শেষ ষোলোয় উন্নীত হন। চতুর্থ সেটে অতনু ৯-৮ এগিয়ে শেষ করেন। কিন্তু পঞ্চম সেটে কিউবান তিরন্দাজ ১০-৯ পয়েন্টে এগিয়ে যান। ম্যাচ টাই হয়ে যায় ৪-৪ গেমে। পঞ্চম সেটে দু’জনের সংগ্রহ ৯-৯ পয়েন্ট। এরপর ষষ্ঠ গেমে অতনু আবার পারফেক্ট টেন করেন। তখনই তিনি ম্যাচ জিতে নেন।
আসলে হিমশীতল মস্তিষ্কে প্রবল চাপের মুখে পারফর্ম করতে জানেন অতনু। সাম্বা স্ট্রিটে ওলিম্পিক আর্চারি রেঞ্জে প্রথম রাউন্ডে বাছাই পর্বেও অতনু মোট ৭২০ পয়েন্টের মধ্যে ৬৮৩ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থান পেয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছিলেন। ওলিম্পিকসে তিনিই একমাত্র ভারতীয় পুরুষ তিরন্দাজ। এই ইভেন্টে শীর্ষ বাছাই বিশ্বের একনম্বর তিরন্দাজ কিম উ জিনের বিরুদ্ধে একমাত্র ফাইনালের আগে অতনুর মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। কোয়ার্টার ফাইনালে অতনু পাবেন অপেক্ষাকৃত সহজ প্রতিদ্বন্দ্বী। আগামী ১২ আগস্ট কোরিয়ান তিরন্দাজকে হারাতে পারলে সেমি-ফাইনালে তিনি মুখোমুখি হতে পারেন বিশ্বের চার নম্বর ডাচ তিরন্দাজ ফনডেনবার্গের। যিনি সাংহাইতে বিশ্বকাপে ব্যক্তিগত সোনা জিতেছিলেন। সেমি-ফাইনালে ওঠার জন্য মঙ্গলবার রাতেই আবার তির ছুঁড়তে নামবেন অতনু।
এদিকে, বরানগরের প্রতিবেশী ও সতীর্থ তিরন্দাজ প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত বাংলার প্রাক্তন ওলিম্পিয়ান তিরন্দাজ রাহুল ব্যানার্জি। তিনি অতনু’র ইভেন্টটি টেলিভিশনে দেখে ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আশা করছি অতনু আরও এগিয়ে যাবে। আমি সেই অপেক্ষায় রইলাম।’

No comments:

Post a Comment