Sunday, 7 August 2016

আয়ারল্যান্ডকে ৩-২ গোলে পরাস্ত করল শ্রীজেশ ব্রিগেড


 

 জয় দিয়ে ওলিম্পিকের অভিযান শুরু করল মেন ইন ব্লু৷ আয়ারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে যাওয়ার পথে একধাপ এগিয়ে গেলেন ওল্টমান্সের ছেলেরা৷
২০০০ সালে সিডনি ওলিম্পিকের উদ্বোধনী ম্যাচে জিতেছিল ভারতীয় হকি দল৷ ১২ বছর পর রিওতে সেই ছবিরই পুনরাবৃত্তি ঘটল৷ শুরু থেকেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন শ্রীজেশরা৷ জোড়া গোল করেন রুপিন্দর পাল সিং৷ আরেকটি গোল ভি আর রঘুনাথের৷ শেষ দুই অর্ধে যদিও দু’টো গোল হজম করতে হয় সর্দার সিংদের৷ তবে ছেলেদের খেলায় খুশি কোচ ওল্টমান্স৷ ৩৬ বছরের পদক খরা কাটাতে বদ্ধপরিকর ভারতীয় হকি দল৷ সেই অভিযানের শুরুটা অন্তত মন্দ হল না৷ পরের ম্যাচে অবশ্য প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী৷ তবে আর্জেন্টিনার বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছে না ভারতীয় শিবির৷
ম্যাচ শুরুর ১৫ মিনিটের মাথায় প্রথম গোলের দরজা খোলেন ভারতের রঘুনাথ। ২৭ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। গোল করেন রূপিন্দর পাল সিং। এরপর ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। ৪৫ মিনিটে ব্যবধান কমান জন জেরমাইন। কিন্তু, ভারত সেই গোলকে একেবারেই প্রশ্রয় না দিয়ে ২৯ মিনিটে ৩-১ করে। গোলদাতা সেই রূপিন্দর। ৫৬ মিনিটে আয়ারল্যান্ডের কোনর হার্তে গোল পরিশোধ করলেও, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে।


No comments:

Post a Comment