ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে শতরান করলেন ঋদ্ধিমান সাহা। চার ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে স্টেন্ট লুসিয়ায় গতকাল ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। শুরুতেই পরপর উইকেট হারাতে থাকে ভারত। একটা সময় মাত্র ১২৬ রানে ৫ উইকেট পড়ে যায় ভারতের। সেই সময় থেকেই কার্যত হাল ধরেন ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিন। দু'জনেই আজ তাদেক শতরান পূরণ করেন।
গতকালের পর আজ ভারত ৫ উইকেটে ২৩৪ রান নিয়ে খেলা শুরু করে। সকালে থেকেই প্রবল প্রতিরোধ গড়ে তোলন এই দুই ব্যাটসম্যান। তাঁদের পার্টনারশিপে ওঠে ২১৩ রান। এরই মাঝে ঋদ্ধিমান সাহা টেস্টে তাঁর প্রথম শতরানটি সেরে ফেলন। তবে, শতরানের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ব্যক্তিগত ১০৪ রানের মাথায় জোশেফের বলে আউট হন তিনি। এদিকে, এই সিরিজের নিজের দ্বিতীয় শতরানটি করলেন অশ্বিন।
No comments:
Post a Comment