Tuesday, 9 August 2016

ডাবলস থেকে ছিটকে গেলেন উইলিয়ামস বোনেরা




 ওলিম্পিকসের ডাবলসে চতুর্থ সোনা জয়ের স্বপ্নভঙ্গ হল সেরেনা ও ভেনাস উইলিয়ামসের। একইদিনে সিঙ্গলসে বিশ্বের একনম্বর নোভাক ডকোভিচ ছিটকে গেলেন জুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে হেরে।
রিও’তে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন উইলিয়ামস বোনেরা। তাঁরা ৩-৬, ৪-৬ সেটে হারলেন চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা ও বারবোরা স্ট্রাইকোভা জুটির কাছে। সেরেনা ও ভেনাস জুটি ওলিম্পিক ডাবলসে প্রথম হারলেন। তাঁরা ২০০০, ২০০৮ ও ২০১২ ওলিম্পিকসে সোনা জিতেছিলেন।
৩৬ বছর বয়সী ভেনাস ভাইরাস ও পাকস্থলী সংক্রমণ থেকে সদ্য সেরে উঠেছেন। তিনি সিঙ্গলসে হেরে যান। বিশ্বের একনম্বর ৩৪ বছর বয়সী সেরেনা ডাবলসের হারটাকে একেবারেই হাল্কাভাবে দেখছেন। তিনি বলেন, ‘আমরা দেশের হয়ে ওলিম্পিকসে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এই ফল এখন অতীত। এই নিয়ে বেশি ভাবতে চাই না। ডাবলসে আমাদের হারটা বেশ মজার। ম্যাচে কিছু কিছু ভুল মনে পড়লে বেশি মজা পাচ্ছি। এমন ভুল কী করে করলাম, সেটাই ভাবছি! তবে মনে রাখবেন সবচেয়ে বেশি ওলিম্পিক ডাবলস সোনা ও গ্র্যান্ডস্ল্যাম খেতাব আমাদের বোনেদের দখলেই রয়েছে।’
আপাতত সেরেনা ও ভেনাসের লক্ষ্য ইউ এস ওপেনে দিকে। যা এ মাসের শেষেই শুরু হবে। লন্ডন ওলিম্পিকসে সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন সেরেনা। ভেনাস শেষবার সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন ১৬ বছর আগে সিডনি ওলিম্পিকসে। তবে টানা দুটি ওলিম্পিকসের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে সেরেনার সামনে।

No comments:

Post a Comment