রিও ওলিম্পিকসের প্রথম দিনেই মহিলাদের সাঁতারে জোড়া বিশ্বরেকর্ড। সুইমিংপুলে ঝড় তুলে বিশ্বরেকর্ড গড়েছেন হাঙ্গেরির কাতিনকা হোসসু। মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে প্রতিদ্বন্দ্বীদের অনেক পিছনে ফেলে সোনা জিতেছেন তিনি। একই দিনে বিশ্বরেকর্ড হয়েছে ৪×১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। আমেরিকাকে পিছনে ফেলে সোনা ঘরে তুলেছেন অস্ট্রেলিয়ার মেয়েরা।
তবে রিওতে এদিন সাঁতার ইভেন্টে আলোচনার কেন্দ্রে ছিল হাঙ্গেরির ‘লৌহমানবী’ হিসেবে পরিচিত কাতিনকা হোসসুর লড়াকু সাফল্য। এর আগে তিনটি ওলিম্পিকসে অংশ নিয়েও সোনার দেখা পাননি। অথচ দেশটির জাতীয় রেকর্ডের তিনভাগই তাঁর দখলে। ২০০৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে চ্যাম্পিয়ন, ২০০ মিটার মেডলি ও বাটারফ্লাইয়ে ব্রোঞ্জ পদক জয়। ২০১৩ সালে সাঁতারের প্রতিটি ইভেন্টে বিশ্বরেকর্ড, পরের বছর শর্টকোর্সে ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডসহ ১০০, ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত ইভেন্টেও জয়। ২০১৫ কাজান বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে সোনা। কিন্তু ওলিম্পিকস সোনা বারবার অধরা থেকে গিয়েছিল কাতিনকা হোসসুর। এবার সেই আক্ষেপটা পূর্ণ হল রিওর মঞ্চে। নিজের প্রিয় ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন হাঙ্গেরিয়ান জলকন্যা। ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড সময় নিয়েছেন হোসসু। বিশ্বরেকর্ডের পথে হোসসু ছাড়িয়ে গেলেন চীনের ইয়ে শিয়েনকে। বেজিং ওলিম্পিকসে ৪ মিনিট ২৮.৪৩ সেকেন্ড সময় নিয়ে আগের বিশ্বরেকর্ডটি গড়েছিলেন ইয়ে শিয়েন। আমেরিকার মায়া ডির্যাডো ৪ মিনিট ৩১.১৫ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপো। আর ৪ মিনিট ৩২.৩৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন স্পেনের মিরেইয়া বেলমন্তে গার্সিয়া।
অন্যদিকে ৪×১০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার মেয়েরা। সেইসঙ্গে আমেরিকাকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়ল অজিরা। তাঁরা সময় নিয়েছেন তিন মিনিট ৩০.৬৫ সেকেন্ড। আগের ৩ মিনিট ৩০.৯৮ সেকেন্ডের রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়ার। এদিন প্রথম দুই লেগে অস্ট্রেলিয়ার এমা ম্যাকিওন ও ব্রিট্যানি এলমস্লি আমেরিকার প্রতিযোগীদের পিছনেই ছিলেন। কিন্তু শেষ দুই লেগে দারুণভাবে ঘুরে দাঁড়ান অস্ট্রেলিয়ার দুই বোন ব্রনটি ক্যাম্পবেল ও কেট ক্যাম্পবেল। আর তাতেই নিশ্চিত হয়ে যায় অজিদের বিশ্বরেকর্ড গড়ে সোনা জয়ের কীর্তি। শেষ পর্যন্ত ৩ মিনিট ৩১.৮৯ সেকেন্ডে সাঁতার শেষ করে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় মাকির্নি মহিলা দলকে। আর ৩ মিনিট ৩২.৮৯ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জেতে কানাডা।
রিও ওলিম্পিকসে প্রথম দিনের শেষে ২টি সোনা-সহ ৩টি পদক নিয়ে শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এর আগে রিও গেমসের প্রথম সোনাটি তাদের এনে দেন ম্যাক হর্টন। ৩ মিনিট ৪১.৫৫ সেকেন্ড সময় নিয়ে পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে প্রথম হন তিনি। প্রবল প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ পর্যন্ত পারেননি গত লন্ডন ওলিম্পিকের সোনাজয়ী চীনের সাঁতারু সুন ইয়াং। তিনি সময় নিয়েছেন ৩ মিনিট ৪১.৬৮ সেকেন্ড। জাপানকে রিও গেমসে প্রথম সোনা এনে দিয়েছেন কোসুকে হাগিনো। পুরুষদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ৪ মিনিট ৬.০৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন তিনি। আমেরিকার আধিপত্য খর্ব করে ওলিম্পিক ইতিহাসে প্রথম এশীয় সাঁতারু হিসেবে এই ইভেন্টে সোনা জিতলেন তিনি। আমেরিকার চেজ ক্যালিশ রুপো জেতেন ৪ মিনিট ৬.৭৫ সেকেন্ড সময় নিয়ে। জাপানের দাইয়া সেতো জেতেন ব্রোঞ্জ।
No comments:
Post a Comment