লিয়েন্ডার পেজ-রোহন বোপান্নার মতোই ওলিম্পিকসের মহিলা ডাবলসের প্রথম রাউন্ডে হেরে গেলেন সানিয়া মির্জা ও প্রার্থনা থোম্বারে জুটি। ২ ঘণ্টা ৪১ মিনিট লড়াই করে তাঁরা হেরে যান সুই পেঙ আর সুই ঝাং জুটির কাছে। চীনা জুটি ম্যাচটি জেতেন ৭-৬, ৫-৭, ৭-৫ গেমে। তবে ম্যাচটি জিতে না পারার জন্য সানিয়া মির্জা মোটেই দুঃখিত নন। তিনি বলেছেন,‘আমরা তুল্যমুল্য লড়াই করেছি। প্রার্থনার র্যাঙ্কিং বিশ্বে ১৯০। ওকে লড়তে হয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫০ এর মধ্যে থাকা খেলোয়াড়দের বিরুদ্ধে। ওকে আক্রমণ করে লাভ নেই। জানি আমার কাছে ভারতীয়রা পদক চায়। দেশের হয়ে যখন খেলি তখন পুরোটাই দিই। বোপান্নার সঙ্গে মিক্সড ডাবলসে খেলব। ওই ইভেন্টে পদক জিততে আশাবাদী।’
প্রথম সেটে সানিয়ারা টাইব্রেকারে হেরে যান। দ্বিতীয় সেটে তারা এক সময়ে ৫-২ এ এগিয়ে ছিলেন। কিন্তু অনভিজ্ঞ প্রার্থনা চাপের মুখে ভুল করায় দ্বিতীয় সেটে চীনা জুটি ম্যাচে ফিরে এলেও শেষ পর্যন্ত পেঙ- ঝাং জুটি হেরে যান। তৃতীয় সেটেও সানিয়া ভালো খেললেও প্রার্থনা তেমন সুবিধা করতে পারেননি। তাই ৭-৫-এ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। সানিয়া বলেন,‘লিয়েন্ডার পেজ সবসময়েই তাঁর কাছে এক অনুপ্রেরণা। টানা সাতবার ওলিম্পিকসে খেলা সত্যিই বড় অ্যাচিভমেন্ট। তাঁকে দেখে অনুপ্রাণিত হই। অনেকে একবার ওলিম্পিকসের আঙিনায় এলেই ধন্য হয়ে যায়। সেখানে সাতবার বিরাট ব্যাপার। তবে ওলিম্পিকসের ‘এরিনায়’ আবার লিয়েন্ডারকে দেখলে আমি অবাক হব না। ২০১২ সালে লন্ডন ওলিম্পিকসের পর তো আমরা ভেবেছিলাম ‘পঞ্চবলয়’- এর মঞ্চকে লি বিদায় জানাবে। কিন্তু অদম্য মানসিকতার জন্য তা হয়নি।’
No comments:
Post a Comment