Tuesday, 9 August 2016

সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে নামছে ভারত


 বিরাট কোহলিদের সামনে সিরিজ দখলের হাতছানি। অথচ দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তৃতীয় টেস্টের আগে একটা খচখচানি থেকেই যাচ্ছে ভারতীয় শিবিরে। ভাবনাটা অবশ্যই দলের বোলিং আক্রমণকে ঘিরে। আসলে কিংস্টনে দ্বিতীয় টেস্টে প্রায় ৯০ ওভার বলে করেও অনভিজ্ঞ ক্যারিবিয়ান ব্রিগেডের শেষ ছয় উইকেট ফেলতে না পেরে ম্যাচ ড্র করে মাঠ ছাড়াটা কোচ কুম্বলের কাছে চিন্তার কারণই বটে। তবু সেই হতাশা ঝেড়ে চার টেস্টে সিরিজে মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় তৃতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলার সক্ষ্যে মাঠে নামবে টিম ইন্ডিয়া। আর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ মরিয়া এই টেস্টে অন্তত না হেরে শেষ ম্যাচ পর্যন্ত সিরিজের আকর্ষণ বাঁচিয়ে রাখতে।
সেন্ট লুসিয়ার গ্রস আইলেটের ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামছে দুই দল। মজার বিষয় হল, এই গ্রাউন্ড যার নামে, সেই ড্যারেন স্যামিকেই মাত্র দিন তিনেক আগে একটা ফোন কলেই ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে ছেঁটে ফেলেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড! অথচ স্যামির নেতৃত্বেই ২০১২ ও ২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে টেস্ট দলে না থেকেও আচমকা সেন্ট লুসিয়া ম্যাচের পরিমণ্ডলে ঢুকে পড়েছেন স্যামি। নিজের শহরে দলের খেলা দেখতে তিনি মাঠে আসুন বা না আসুন, তরুণ ক্যারিবিয়ান ব্রিগেড কিন্তু কোহলি-অশ্বিনদের চোখে চোখ রেখে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে যেতে পারে আগের ম্যাচের শেষ ইনিংস থেকে। তৃতীয় থেকেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু ম্যাচের চতুর্থ দিন বৃষ্টি ও পঞ্চম দিনে রোস্টন চেজের অনবদ্য সেঞ্চুরি (অপরাজিত ১৩৭) এবং শেন ডরউইচ (৭৪) ও অধিনায়ক জেসন হোল্ডারের (অপরাজিত ৬৪) জোড়া হাফ-সেঞ্চুরির সুবাদে ম্যাচ ড্র রেখে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। আর সেই টেস্টের পারফরমেন্স থেকেই নিজেদের নতুন করে উজ্জীবিত করছে আয়োজক দল। তৃতীয় টেস্টেও এমন পারফরমেন্স মেলে ধরতে প্রত্যয়ী তারা। এমনটাই জানালেন ব্যাটসম্যান ডরউইচ, ‘আমাদের লক্ষ্য সিরিজে টিকে থাকা। তৃতীয় টেস্টে জয় বা ড্র হলেও আমরা খুশী, কিন্তু কিছুতেই হারা চলবে না। আমি মনে করি, সিরিজে এখনও আমরা ভালোভাবেই টিকে আছি। আত্মবিশ্বাসের দিক থেকে আমরা এখন অনেক চাঙ্গা।’
ওয়েস্ট ইন্ডিজ ড্র চাইলেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভারত। জামাইকা টেস্টে সেঞ্চুরি করা লোকেশ রাহুল বললেন, ‘গত টেস্টে শেষ দুই দিন আমাদের ভাগ্য খারাপ ছিল। বৃষ্টির কারণে পুরো একটা দিন নষ্ট হয়ে যায়। আর পঞ্চম দিন দুর্দান্ত ব্যাট করেছে চেজ, ডরউইচ ও হোল্ডার। আমাদের বোলারদের দক্ষতাকে চ্যালেঞ্জেরে মুখে ফেলেছে ওরা। তবে আগের টেস্ট নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। তৃতীয় টেস্টে জিতেই আমরা সিরিজ জয় নিশ্চিত করতে চাই।’ ভারতের নির্ভরযোগ্য পেসার মহম্মদ সামির কন্ঠেও এক সুর। তাঁর কথায়, ‘জামাইকার শেষ দিনটা বাদে দিলে এই সিরিজে আমরা দারুণ ধারাবাহিকতা দেখিয়েছি। আশা করছি, সেন্ট লুসিয়াতে নিজেদের সেরাটা মেলে ধরে সিরিজ পকেটে পুরে মাঠ ছাড়তে পারব আমরা।’
ড্যারেন স্যামি স্টেডিয়ামে এখনও পর্যন্ত মাত্র চারটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে তিনটি ম্যাচই ড্র হয়েছে। ২০০৬ সালে এই মাঠেই প্রথম ভারতের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার বৃষ্টি ও ব্রায়ান লারার সেঞ্চুরির সুবাদে ম্যাচ ড্র করে মাঠ ছেড়েছিল ক্যারিবিয়ানরা। এবারও সেই ফলের দিকেই তাকিয়ে জেসন হোল্ডাররা।
ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, স্টুয়ার্ট বিনি, ভুবেনশ্বর কুমার, মহম্মদ সামি, শার্দুল ঠাকুর, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

West Indies v India with live cricket scores ,
3rd Test ,
Virat Kohli ,
Ravichandran Ashwin ,
Anil Kumble

No comments:

Post a Comment