Saturday, 6 August 2016

ভারতের হয়ে অলিম্পিকে ব্যক্তিগত পদক জিতেছেন যাঁরা


ভারতের হয়ে অলিম্পিকে ব্যক্তিগত পদক জিতেছেন যাঁরা

শুরুটা হয়েছিল স্বাধীনতার ৪৭ বছর আগে ১৯০০ সালে নরম্যান প্রিচার্ডের হাত ধরে। তার পর হকির মতো দলগত খেলায় আটবার সোনা, একবার রুপো আর দু’বার ব্রোঞ্জ এলেও, ব্যক্তিগত পদকের জন্য অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ৫২ বছর। ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিক্সে ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন কাসভ দাদাসাহেব যাদব। তার পর আবার দীর্ঘ বিরতি। একটা সময়ে অলিম্পিক্স থেকে আসত শুধু হতাশার খবর। অবস্থার পরিবর্তন হতে শুরু করে ১৯৯৬এর আটলান্টা অলিম্পিক্স থেকে। আবার ব্যাক্তিগত পদক নিয়ে আসেন লিয়েন্ডার।  তারপর একে একে কর্ণম মালেশ্বরী, অভিনব বিন্দ্রারা পদক জিতলেন অলিম্পিক্সের মঞ্চে। এখনও পর্যন্ত অলিম্পিক্সে ১৫টি ব্যক্তিগত পদক পেয়েছে ভারত। এক নজরে পরিচয় করে নেওয়া যাক ভারতের সেই পদকজয়ীদের সঙ্গে।
নরম্যান প্রিচার্ড: স্বাধীনতার বহু আগে দেশকে প্রথম ব্যক্তিগত পদক এনে দেন নরম্যান প্রিচার্ড। ১৯০০-এর প্যারিস অলিম্পিকে ২০০ মিটার দৌড় এবং ২০০ মিটার হার্ডলসে 

কাসভ দাদাসাহেব যাদব: স্বাধীন ভারতের প্রথম ব্যক্তিগত পদকটি জেতেন কাসভ দাদাসাহেব যাদব। ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিকে ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জেতেন তিনি।
 লিয়েন্ডার পেজ: এর পর ব্যক্তিগত পদকের জন্য অপেক্ষা করতে হয় ৪৪ বছর। ১৯৯৬ সালে আটলান্টায় সিঙ্গলস টেনিসে ব্রোঞ্জ জেতেন পেজ।

 কর্ণম মালেশ্বরী: পরের অলিম্পিকেও একটি ব্রোঞ্জ পায় ভারত। ২০০০ সালের সিডনি অলিম্পিকে মহিলাদের ৬৯ কিলোগ্রামের ভারোত্তলনে তৃতীয় হন তিনি।
 রাজ্যবর্ধন সিংহ রাঠৌর: স্বাধীন ভারতে প্রথম ব্যক্তিগত রুপোটি আসে রাজ্যবর্ধন সিংহ রাঠৌরের বন্দুক থেকে। ২০০৪ আথেন্স অলিম্পিকে ডাবল ট্র্যাপ ইভেন্ট থেকে রুপো জেতেন তিনি।
 অভিনব বিন্দ্রা: পরের অলিম্পিকেই আসে ব্যক্তিগত পর্যায়ে দেশের প্রথম সোনা। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন অভিনব বিন্দ্রা।
 বিজেন্দ্র সিংহ: ওই বছরই পুরুষদের বক্সিংয়ে ৭৫ কিলোগ্রাম বিভাগে ব্রোঞ্জ জেতেন বিজেন্দ্র সিংহ।
 সুশীল কুমার: বেজিং অলিম্পিকের তৃতীয় পদকটি আসে সুশীল কুমারের হাত ধরে। ৬৬ কিলোগ্রাম ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জেতেন তিনি। পরের লন্ডন অলিম্পিকেও ওই একই বিভাগে রুপো জেতেন সুশীল। স্বাধীন ভারতে একাধিক অলিম্পিক পদক জয়ের নজির এখনও পর্যন্ত সুশীল ছাড়া আর কারও নেই।
 বিজয় কুমার: ভারতীয়দের মোট পদক জয়ের হিসেবে ২০১২ লন্ডন অলিম্পিক্স ছিল সফলতম। মোট ছ’টি পদক আসে লন্ডন থেকে। এর মধ্যে ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তলে রুপো জেতেন বিজয় কুমার।
 সাইনা নেহওয়াল: ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জেতেন সাইনা।
 সাইনা নেহওয়াল: ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জেতেন সাইনা।
 গগন নারাঙ্গ: শুটিংয়ে দ্বিতীয় পদকটি আসে গগন নারাঙ্গের বন্দুক থেকে। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি।
 যোগেশ্বর দত্ত: সুশীলের পর কুস্তি থেকে দ্বিতীয় পদকটি আসে যোগেশ্বরের হাত থেকে। ৬০ কিলোগ্রাম ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি।

No comments:

Post a Comment